1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

ধম্মকথা’ বৌদ্ধ অনলাইন মুখপত্র এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উৎফল বড়ুয়া
  • সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২১৮ পঠিত
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ান-মানবতা হোক চির অম্লান”এ মহামন্ত্রে উৎজীবিত হয়ে প্রতিবছর কনকনে শীতে অসহায় মানুষের কষ্টের সীমা থাকেনা।এ কষ্টের সীমাকে কিছুটা লাগব করার জন্য সিলেটে সীমিত পরিসরে বিগত চার বছরের ধারাবাহিকতায় ‘ধম্মকথা’ বৌদ্ধ অনলাইন মুখপত্র এর উদ্যোগে চট্টগ্রাম থেকে মনচন্দ্র-সুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, ডাঃ দিবাকর বড়ুয়া, বাপ্পি কুমার বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, অসীম বড়ুয়া, সিলেট থেকে সিলেট বৌদ্ধ সমিতির সাবেক উপদেষ্টা প্রয়াত রামেন্দ্র বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সহ সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী ও শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়ার সহ সকলের যৌথ সহযোগিতায় কনকনে শীতে অসহায় মানুষদের পাশে মানবতার উপহার শীতবস্ত্র বিতরণ গত ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার এক যোগে বিকাল তিন ঘটিকায় সিলেট বৌদ্ধ বিহারের আশপাশ এলাকায়, বিকাল সাড়ে চার ঘটিকায় লাক্কাতুরা চা বাগান এলাকায় ও রাত এগার ঘটিকায় ছিন্নমূল কিছু অসহায় মানুষের মাঝে মানবিক উপহার “শীত বস্ত্র” বিতরণ করা হয়। এই মানবিক কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু, বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা সাধন কুমার চাকমা, দীলিপ বড়ুয়া, সভাপতি অরুন বিকাশ চাকমা, মানবতার ফেরিওয়ালা দৈনিক ইনফো বাংলার সিলেট বিভাগীয় প্রধান, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক, উৎফল বড়ুয়া। উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি প্রকৌশলী সাজু বডুয়া, শান্তিময় চাকমা, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী, সহ সাধারণ সম্পাদক অমৃত চাকমা, অংশপ্রু মারমা, শিক্ষা – সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, জীপন চাকমা,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ তুহিন বড়ুয়া তমাল, জেনেটিক ইঞ্জিনিয়ার মিটু দেব প্রমুখ।
Seen by Anupam at Thursday 19:59
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!