মঙ্গলবার ১৯ জানুয়ারী ভদন্ত সুগত প্রিয় ভিক্ষু ও থাইল্যান্ডের অবস্থানরত উত্তরবঙ্গের কৃতি সন্তানগন, থাই জনগ্ সমাজের কিছু মানব দরদি মানুষের আর্থিক সাহায্যে ইয়াং বুড্ডিস্ট এসোসিয়েশন নর্থবেঙ্গল বাংলাদেশ, এটি একটি বৌদ্ধ ধর্মালম্বীদের সেচ্ছাসেবী সংগঠন,এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উত্তরবঙ্গের হিরোয়াশি জে এস ফুকুই বৌদ্ধ বিহার, রংপুর সদর , নব শালবন বৌদ্ধ বিহার,কচুয়া মধুবন বৌদ্ধ বিহার, বদরগঞ্জ,রংপুর, চানপুঁর জেতন বৌদ্ধ বিহার, মিঠাপুকুর ,রংপুর, আমোদপুর তপোবন বৌদ্ধ বিহার, সাহাপুর মহাবন বৌদ্ধ বিহার, পীরগঞ্জ,রংপুর, রাজবাড়ী নব শালবন বৌদ্ধ বিহার, পার্বতীপুর,দিনাজপুর, এবং হরিরামপুর আনন্দ বৌদ্ধ বিহার, নবাবগঞ্জ,দিনাজপুর ,পাথরঘাটা বৌদ্ধ বিহার জয়পুরহাট, পদ্মবীনা বৌদ্ধ বিহার নওগাঁ, সুকুমার সিংহ বৌদ্ধ বিহার জয়পুরহাট, কনক চৈত্য বৌদ্ধ বিহার রংপুর,সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ বিহার নওগাঁ অত্র বৌদ্ধ বিহারগুলো বৌদ্ধ অধিবাসীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্ব মোট ২১ টি গ্রামে ১১০০ টি কম্বল বিতরণ করা হয়।
এসময় ভদন্ত সোমানন্দ ভিক্ষু,অধ্যক্ষ হরিরামপুর আনন্দ বৌদ্ধ বিহার,নবাবগঞ্জ,দিনাজপুর, সুশীলপ্রিয় ভিক্ষু, পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার, পাচঁবিবি,জয়পুরহাট , সংঘরত্ন ভিক্ষু,অধ্যক্ষ,আমোদপুর তপোবন বৌদ্ধ বিহার, পীরগঞ্জ,রংপুর টুলিপ এক্কা, সুমন মিন্জী এছাড়াও উক্ত বিহার পরিচালনা কমিটিবৃন্দগণ উপস্থিত ছিলেন।