1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন

ভদন্ত জ্যোতিমিত্র স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রতিবেদক
  • সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮৮ পঠিত

রাঙ্গুনিয়া   বেতাগী বনাশ্রম ভাবনা কুঠিরের নবরূপকার প্রয়াত ভদন্ত জ্যোতিমিত্র স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারী ) রাঙ্গুনিয়া  বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহার প্রাঙ্গণে  দুপুর ২ টায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার স্মৃতিধর , উপসংঘরাজ  ড. শীলানন্দ মহাথের ।
আশীর্বাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  সংঘরাজ শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাথের।
প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যাপক ড. জিনবোধি মহাথের,  এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের ।  প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভদন্ত জিনানন্দমহাথের , ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাস্থবির।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত মহানা ভিক্ষু ।  মংগলাচারন করেন ভদন্ত রতনশ্রী ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু।
উল্লেখ্য, প্রয়াত  জ্যোতিমিত্র স্থবিরের  গতকাল  রবিবার (১৭ জানুয়ারী) দুপুর ১ টায়  বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে  তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!