হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে বৌদ্ধ মনীষী প্রয়াত উপ-সংঘরাজ শ্রীমৎ গুণালংকার মহাস্থবির(ষষ্ঠ সংগীতিকারক) ও সিদ্ধিপুরুষ গোবিন্দ সাধক(গুরু ভান্তে) স্মরণে অষ্ঠপরিষ্কারসহ মহাসংঘদান অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার আয়োজন করা হয়।
শনিবার (১৬ জানুয়ারি ) হাটহাজারী জোবরা গ্রামে জোবরা বৌদ্ধ পল্পী উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের শুভ উদ্বোধন করেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সহ সভাপতি সংঘতিলক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস, লোকজিৎ মহাথের, ভদন্ত এম বোধিমিত্র মহাথের । অন্যান্যদের মধ্যে ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু, বিশ্বশান্তি প্যাগোডার সম্পাদক শ্যামল কান্তি বড়ুয়া, জোবরা বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির সভাপতি সুজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জোবরা বৌদ্ধ পল্পী উন্নয়ন সমিতি ও মুদিতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত ও সার্বিক সহযোগিতায় ইউনিক ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার থেকে ব্লাড ক্যাম্পিং পরিচালনা করেছেন লিটন বড়ুয়া ও শাহনাজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রায় দু’শত একজনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। সেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছেন সাজু বড়ুয়া, প্রিতম মুৎসুদ্দি, জয় বড়ুয়া, হৃদয় বড়ুয়া, অয়ন বড়ুয়া আরো অনেকেই সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি দ্বিতীয় বারের মতো মুদিতার ব্লাড ক্যাম্পিং সুসম্পন্ন করতে সহযোগিতা করার জন্য।