মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন (MWA )এর রাঙ্গামাটি জেলা শাখা গঠন করা হয়েছ।
শুক্রবার ( ১৬ জানুয়ারি ২০২১ ইং) রাঙ্গামাটি জেলা শাখা গঠনকল্পের জেলার কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা গ্রামে লোটাশ শিশু সদন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিন পার্বত্য খাগাড়াছড়ি,বান্দরবান জেলা এবং চট্টগ্রাম মহানগর ও ভারতেরত্রিপুরা রাজ্যের মাতৃভাষা ও ধর্মীয় শিক্ষা, সামাজিক,সাংস্কৃতিক, ঐতিহ্য, সংস্কৃতি উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে “মারমা ওয়েলফেয়ার এসোসিশন MWA. আলোচনা সভার সভাপতিত্ব করেন ভদন্ত নান্দিয়া থের মহোদয়।সভার সকলে সর্বসম্মতিক্রমে রাঙ্গামাটি জেলা শাখা গঠন করা হয়। এতে আগামী তিন মাসে জন্য জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হ। এতে এ ভদন্ত নান্দিয়া থেরকে আহ্বায়ক, দমাজাই মারমাকে যূগ্না আহ্বায়ক, হ্রাহ্লামং মারমা(শিক্ষক)কে সদস্য সচিব, সম্মানিত নিবার্চিত করা হয় – নুসাংথুই মারমা(শিক্ষিকা),ম্রাসাজাইন মারমা ম্রামং,আনুসিং মারমা,ক্রাসিমা মারমা ক্রাশে,থোযাসাচিং মারমা ও থুইনুচিংমারমা। আগামী তিন মাসে মধ্যে আহ্বায়ক কমিটি মাধ্যমের সংগঠনের পূর্ণাঙ্গ জেলা শাখা কমিটি গঠন করা হবে।