হাটহাজারী জোবরা গ্রামে বৌদ্ধ মনীষী প্রয়াত উপ-সংঘরাজ শ্রীমৎ গুনালংকার মহাস্থবির ও সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মরণে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, আটাশ বুদ্ধের পূজা সহ সদ্ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি ) হাটহাজারী জোবরা গ্রামে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে । এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্মৃতিধর , উপসংঘরাজ ভদন্ত শীলানন্দ মহাথের । অনুষ্ঠানের উদ্বোধন করেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ, হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক, ভদন্ত শীলরক্ষিত মহাথের।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ভদন্ত শাসনানন্দ মহাথের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের।
বিশেষ অতিথি হিসেবে ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ড. বুদ্ধপাল মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত লোকাবংশ থের প্রমূখ দেশনা করেন। মঙ্গলাচরণ করেন বিশ্ব শান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত জে, ধর্মবোধি ভিক্ষু।
পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষাবিদ বিধান চন্দ্র বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সুভাষ বড়ুয়া । সঞ্চালনা করেন কল্যাণ বড়ুয়া ।