বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, প্রয়াত ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর ৮৯তম জম্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ই জানুয়ারি) ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে অধ্যক্ষ ভদন্ত উপানন্দ মহাথের,ভদন্ত তিরসাতু ভিক্ষু,ভদন্ত সুমনানন্দ ভিক্ষু, প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া,রনজিত কুমার বড়ুয়া, সুজিত কুমার বড়ুয়া, নেত্রসন বড়ুয়া, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, প্রফেসর ড. সুমন বড়ুয়া,অধ্যাপক প্রফেসর ডঃ দীলিপ বড়ুয়া, প্রফেসর ডঃ বিমান চন্দ্র বড়ুয়া, ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া,সূলভ চৌধুরী প্রমুখ।
স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া ,
পঞ্চশীল প্রার্থনা করেন সুজিত কুমার বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপম বড়ুয়া ও কল্লোল বড়ুয়া ।