বাংলাদেশের সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দর্শন বারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের (৮৩) আর নেই। (অনিচ্চা বত সাংখারা …..)
আজ শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুর ১.২০ মিনিটে দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেছেন ।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনীত নানা রোগে ভোগছিলেন অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের। নানা জায়গায় চিকিৎসার পর গতকাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।