আগামী ১৬ জানুয়ারি ২০২১ইং শনিবার হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী জোবরা গ্রামে বৌদ্ধ মনীষী প্রয়াত উপ-সংঘরাজ শ্রীমৎ গুনালংকার মহাস্থবির ও সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মরণে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, আটাশ বুদ্ধের পূজা সহ সদ্ধর্মসভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠান সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্মৃতিধর , উপসংঘরাজ ভদন্ত শীলানন্দ মহাথের , প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বিচিত্র ধর্মকথিক উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ, হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক, ভদন্ত শীলরক্ষিত মহাথের।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাসনানন্দ মহাথের, সভাপতি হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থের।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ড. বুদ্ধপাল মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত লোকাবংশ থের ।
উক্ত পুণ্যময় অনুষ্ঠানের আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছেন গৌবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা পরিষদ।