বাংলাদেশের সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দর্শন বারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের অসুস্থ।
রবিবার (১০ জানুয়ারী) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সেখানে আই,সি ইউ -তে চিকিৎসাধীন আছেন।