আর্য্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০২ তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) রাঙামাটির রাজবন বিহারে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হয়।
বনভান্তের এবার জন্মোৎসবে রাঙামাটি রাজবন বিহারে পালিত হয়েছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। এতে যোগ দেন, হাজারও পুণ্যার্থী। শুক্রবার ভোরে রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহধাতুতে পুস্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুভসূচিত হয়, বনভান্তের জন্মোৎসবের। ভক্তকূলের শ্রদ্ধাঞ্জলীর ফুলে ফুলে ছেয়ে যায়, বনভান্তের নিস্প্রাণ দেহধাতু।
এরপর কেক কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয় বনভান্তের জন্মদিন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে কেক কাটেন, বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় উড়ানো হয়েছে হাজারও বেলুন। এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ ভিক্ষুসংঘ, বিশিষ্ট ব্যক্তি ও অগণিত পুণ্যার্থী।
এ ছাড়াও সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন, রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য বৌদ্ধভিক্ষুরা। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়ে শেষ হবে বনভান্তের ১০২তম জন্মোৎসব।