কক্সবাজারের রামুতে ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা।
বুধবার (৬ জানুয়ারি ) বিকেল সাড়ে চারটায় দিকে তিনি রামু ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসলে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া ফুলেল শুভেচ্ছা জানান । পরে নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রা ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুণাশ্রী থের’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বিহার ভবন ও বৌদ্ধ নিদর্শন গুলো ঘুরে দেখেন। শেষে রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় অধ্যক্ষ ভদন্ত করুনাশ্রী থের স্বপরিবারে বিহার পরিদর্শনে আসায় রাষ্ট্রদূত ও তাঁর পরিবারবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরোয়ার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।