বাংলাদেশ ত্রিরত্ন সংঘের মাস্ক বিতরণ ও হাত ধৌতকরণ কার্যক্রম সুসম্পন্ন করা হয়েছে ।
শনিবার (২ জানুয়ারী ) সকালে লোহাগাড়া উপজেলার মছদিয়া জ্ঞান বিকাশ বিহার প্রাংগনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ – সংঘরাজ, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত অগ্রবংশ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিরত্ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ইরন বড়ুয়ার অর্থায়নে অনুষ্ঠানে আগত ভিক্ষু সংঘ, অতিথিবৃন্দ সহ সকলের উদ্দেশ্যে মাস্ক বিতরণ ও হ্যাণ্ড স্যানিটাইজার দ্বারা হাত ধৌত করা হয়।
এহেন মানবিক তথা সেবামূলক কাজে অংশ গ্রহণ করেন বাংলাদেশ ত্রিরত্ন সংঘের প্রতিষ্ঠাতা সহ- সভাপতি রিগেন বড়ুয়া, সাধারণ সম্পাদক ভূটান বড়ুয়া (বর্তমান সুরিয়ানন্দ ভিক্ষু),সৈকত বড়ুয়া,রিক্সন বড়ুয়া, শান্ত বড়ুয়া,রানা বড়ুয়া,প্রান্ত বড়ুয়া, ঋতু বড়ুয়া ,লাবনী বড়ুয়া লতা,শ্রাবণী বড়ুয়া, বন্যা বড়ুয়া,তিশা বড়ুয়াসহ আরো অনেকে।