বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ – সংঘরাজ , শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ধর্ম সভায় প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের ।
বিশেষ জ্ঞাতি ছিলেন উপ-সংঘরাজ, শ্রুতিধর ড. শীলানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির। বিশেষ ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাস্থবির । উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিৎ থের। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন ভদন্ত তাপস জ্যোতি থের ।
দেশনা করেন ভদন্ত শীলানন্দ মহাথের, ভদন্ত ধর্মসেন মহাস্থবির ।