1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

উপ-সংঘরাজ প্রয়াত অগ্রবংশ মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান

অনুপম বড়ুয়া টিপু
  • সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৬৭ পঠিত
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ – সংঘরাজ, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত অগ্রবংশ মহাথের’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জানুয়ারী ) সকালে  লোহাগাড়া উপজেলার মছদিয়া জ্ঞান বিকাশ বিহার প্রাংগনে পেটিকাবদ্ধ উপলক্ষে মহাসংঘদান,  ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ – সংঘরাজ , শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে  ধর্ম সভায় প্রধান জ্ঞাতি ছিলেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের । 

বিশেষ জ্ঞাতি ছিলেন  উপ-সংঘরাজ, শ্রুতিধর ড. শীলানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির। বিশেষ ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাস্থবির ।  উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিৎ থের। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন ভদন্ত তাপস জ্যোতি থের ।

দেশনা করেন ভদন্ত শীলানন্দ মহাথের, ভদন্ত ধর্মসেন মহাস্থবির ।

অন্যান্যদের মধ্যে  অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া, এডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া , সত্যপ্রিয় বড়ুয়া,  দীলিপ কুমার বড়ুয়া, অনিল কান্তি বড়ুয়া  প্রমুখ বক্তব্য রাখেন ।
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!