বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের ২০২১- ২০২২ সালের ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) বেলা ৩ টায় বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী কতৃক গঠিত ৭ সদস্য বিশিষ্ট একটি জুড়ি বোর্ডের মনোনয়নে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও সাধারণ সম্পাদক হয়েছেন সুমন বড়ুয়া বাপ্পি ।
জুড়ি বোর্ডের সদস্যরা হলেন উপদেষ্টা বাবু রাখাল চন্দ্র বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক সজল বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, উপদেষ্টা লায়ন লোকপ্রিয় বড়ুয়া, উপদেষ্টা বিকাশ কুমার চৌধুরী, উপদেষ্টা ব্যাংকার শীলানন্দ বড়ুয়া, জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট নাট্যজন অধ্যাপক সঞ্জীব বড়ুয়া।