সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক বাদল বরণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য স্মরণানুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, বাংলা একাডেমি পুরুস্কার প্রাপ্ত লেখক শিশু সাহিত্যিক রাশেদ রউফ, ইউএসটিসি’র প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, রম্য সাহিত্যিক সত্যব্রত বড়ুয়া, কবি নাট্যকার নির্দেশক শিশির দত্ত, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউ-েশনের প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, সাংবাদিক মুছা খান, প্রফেসর ডা. কল্যাণ কুমার বড়ুয়া ও প্রগতি ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এম এ হাসান।