আজ সোমবার (২৮ ডিসেম্বর ) তার জন্ম জনপদ ফটিকছড়ির আবদুল্লাপুর শাক্যমুনি বিহারে দুপুর ২ টায় যথাযোগ্য ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির।
প্রধান ধর্মদেশক উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস, লোকজিৎ স্থবির ,বিশেষ ধর্মদেশক ভদন্ত বিপুলসেন মহাথের। অন্যান্যদের মধ্যে ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু, ভদন্ত জ্ঞানলোক ভিক্ষু সহ আরো ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী বক্তব্য রাখেন আবদুল্লাপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ এম ধর্মবোধি ভিক্ষু। বক্তব্য রাখেন বিহারে সম্পাদক কানাইলাল বড়ুযা, মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া, মুক্তি যোদ্ধা বিপুল কান্তি বড়ুয়া, লায়ন রূপন কান্তি বড়ুয়া, আদেশ বড়ুয়া প্রমুখ।
ফটিকছড়ি থানার ইনচার্য বদিল আলম, মো.ঈশান বিন মাজেদ (ভূমিকমিশন) নেতৃত্বে রাষ্টীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
উল্লেখ্য, ফটিকছড়ি ধর্মপুর পূর্ণানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অজিতাবংশ ভিক্ষু গত ২৬ ডিসেম্বর রাত ১০:৪১ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । চ্ট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিমুনিয়া রোগে আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি ছিলেন ।তিনি ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর গ্রামের জম্ম-জাত মুক্তিযোদ্ধা ছিলেন ।