বৌদ্ধ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গন এর ২০২০-২০২২ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের কাতালগঞ্জ নব পন্ডিত বিহার প্রাংগনে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ছায়াঙ্গন এর প্রাক্তন নির্বাহী সম্পাদক বরুণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সংগঠনের স্থায়ী কমিটির সদস্যগনের সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য বৌদ্ধ ছায়াঙ্গন এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে চয়ন বড়ুয়া কে পুনরায় সভাপতি , অনুপম বড়ুয়া কে পুনরায় সাধারণ সম্পাদক, আকাশ বড়ুয়া কে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে রেখে, বরুণ বড়ুয়া কে অর্থ সম্পাদক, সৈকত বড়ুয়া কে নির্বাহী সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।