করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন চৌধুরীর (৬৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) স্থানীয় সময় সকাল ১0 টায় মারা যান (অনিচ্চা বত সাংখারা….) । দুইদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।
জানা যায়, ইউরোপে যে কয়েকজন বাঙ্গালী বড়ুয়া প্রথমদিকে পাড়ি জমিয়েছিল তাদের মধ্যে একজন । জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন এবং কয়েকবছর আগে লন্ডনে স্থায়ী হন।
মিলন চৌধুরীর বাড়ী পটিয়ার পাইরোল গ্রামে।