চট্টগ্রামে একটি রিভলবার বিক্রি করতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন সৌরভ বড়ুয়া (২৫) নামে এক যুবক। ধরা পড়ার পর তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।
গ্রেফতার হওয়া সৌরভ বড়ুয়া (২৭) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের প্রকৃত বড়ুয়ার ছেলে।
গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছেন, উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অস্ত্রটি সংগ্রহ করে বিক্রির জন্য একজন ক্রেতার অপেক্ষা করছিলেন তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানিয়েছেন, গ্রেফতার সৌরভের বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।