বান্দরবানের লামা পৌরসভা এলাকার একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার রাজবাড়ী নালন্দা বৌদ্ধ বিহারে এ চুরির ঘটনা ঘটে।
চোররা বিহারে রক্ষিত নগদ টাকা, বৌদ্ধ মূর্তি ও স্বর্ণের চেইন নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় চোরেরা বিহারের গ্রিল ও দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দান বাক্স ভেঙ্গে নগদ টাকা, পিতল ও ব্রোঞ্জের ৬টি বৌদ্ধ মূর্তি, মূর্তির গলায় থাকা ২টি স্বর্ণের চেইন ও স্টিলের আলমারী ভেঙ্গে কিছু কম্বল নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ বড়ুয়া বলেন, চুরির বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর জানান, বৌদ্ধ বিহারের চুরির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।