ফটিকছড়ি ধর্মপুর পূর্ণানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অজিতাবংশ ভিক্ষু পরলোকগমন করেছেন। (অনিচ্চা বত সাংখারা….)
শনিবার (২৬ ডিসেম্বর ) রাত ১০:৪১ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
তিনি প্রায় ৫/৬ দিন যাবত চ্ট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিমুনিয়া রোগে আক্রান্ত হয়ে আইসি ইউতে ভর্তি ছিলেন ।
তিনি ফটিকছড়ি উপজেলার আবদুল্লাপুর গ্রামের জম্ম-জাত মুক্তিযোদ্ধা ছিলেন ।