শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক কনক বরণ বড়ুয়া সংকলিত ও সম্পাদিত ‘এসো হে অমিতায়ু বুদ্ধ’ ও বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন ‘চর্যাপদ’-এর প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রফেসর ড বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর মহাসচিব পি, আর, বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, দৈনিক আজাদী সহযোগী সম্পাদক রাশেদ রউফ।