করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের বোষ্টনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিতুস বড়ুয়া মিটুর (৬০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর ) স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে মারা যান (অনিচ্চা বত সাংখারা….)
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
মিতুস বড়ুয়ার বাড়ী লোহাগাড়া থানাধীন বৌদ্ধ জনপদ মছদিয়া গ্রামে।