পার্বত্য চট্টগ্রামের মারমাদের সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের (MWA ) উদ্যোগে তৃতীয় ধাপে খাগড়াছড়িতে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থ নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২২ ডিসেম্বর বিকেলে খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা,মাইসছড়ি ইউনিয়ন এলাকায় -পথা পাড়া,চেয়ারম্যান পাড়া,আপ্রুডাই কারবারি পাড়া,সাউপ্রু কারবারি পাড়া, পাইশে মহাজন পাড়া(থিংবাংকইং),পসাইন কারবারি পাড়ায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সামাজিক সংগঠন “মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনMWA. বান্দরবান জেলা আলীকদম ও লামা উপজেলা গজালিয়া গ্রামের প্রথম ও দ্বিতীয় ধাপ অত্র সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণে পর তৃতীয় ধাপের খাগড়াছড়ি জেলা ১ম পর্যায় উল্লেখিত গ্রামের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন – (MWA)এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যূগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা অংশে, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, সদস্য ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু ও চট্টগ্রাম মহানগর শাখা আহ্বায়ক থুইচিংমং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন ।