খাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার পিতা ও মহালছড়ির ২৫৪ নং কেরেংগানাল মৌজার হেডম্যান প্রয়াত সুধাংশু বিকাশ খীসার সাপ্তাহিক ক্রিয়া ও তার পারলৌকিক সদগতি কামনায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ ও ২৩ ডিসেম্বর সুধাংশু বিকাশ খীসার নিজ বাড়ি মহালছড়ির বাবুপাড়ায় দুইদিন ব্যাপি বিভিন্ন পূণ্যানুষ্ঠানের মাধ্যমে প্রয়াতের পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও পূণ্যার্থীবৃন্দের আয়োজনে উক্ত মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম দিন সন্ধ্যায় প্রয়াতের স্মরণে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো সহ সারারাত ব্যাপি বৌদ্ধ ধর্মীয় কীর্তন পরিবেশন করা হয়।
২৩ ডিসেম্বর সকাল ১০ টার সময় পঞ্চশীল খীসার সঞ্চালনায় ও প্রজ্ঞাজ্যেতি চাকমার ভিক্ষুদের নিকট পঞ্চশীল প্রার্থনা ও গ্রহনের মধ্য দিয়ে উক্ত পূণ্যানুষ্ঠান শুরু হয়। এর আগে ধর্মীয় সংগীত পরিবেশন করেন উদীয়মান শিল্পী রুবেল চাকমা।
এই সময় প্রয়াত সুধাংশু বিকাশ খীসার পারলৌকিক সদগতি কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান ও পিন্ডদানসহ নানাবিধ দান করা হয়। এছাড়াও ২ হাজারেরও অধিক অতিথির জন্য শাকান্ন ভোজের আয়োজন করা হয়।
প্রয়াতের পরিবার ও আত্মীয়-স্বজন সহ উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্য স্বধর্ম দেশনা প্রদান করেন গামারিঢালা বন বিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির, রাংগামাটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির, পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ সুমনালংকার মহাস্থবীর, খাগড়াছড়ি তেতুল তলা ভাবনা কেন্দ্রের তেজবংশ মহাস্থবীর সহ অন্যান্য ভিক্ষুরা।
এই সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রাজ বনবিহার, জ্ঞানোদয় বনবিহার, পার্বত্য বৌদ্ধ মিশন ও মহালছড়ি সদরের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ ও প্রয়াতের আত্মীয় স্বজন সহ অত্র এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
উল্লেখ্য যে, প্রয়াত সুধাংশু বিকাশ খীসা গত ১৩ ডিসেম্বর টমটম পরিবহন কতৃক সড়ক দূর্ঘটনায় পরলোক গমন করেন। মৃত্যুর সময় তিনি দুই পুত্র ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯২ বছর।