খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার লাম্বাছড়া বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ,পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর দিঘীনালা শাখার আঞ্চলিক সংঘনায়ক ভদন্ত ধর্মবংশ মহাথের (৮৬) পরলোকগমন করেছেন । (অনিচ্চা বত সাংখারা…..)
আজ বুধবার (২৩ ডিসেম্বর ) বিকাল ২.৩৫ মিনিটে নিজ বিহারে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ,শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথেরোর উপাধ্যায়ত্বে ১৯৭০সালে ভিক্ষুত্ব লাভ করেন।