জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি ) পদে পদোন্নতি পেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা: মিতাশ্রী বড়ুয়া।
সোমবার (২১ ডিসেম্বর ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ৪৩৮ জন চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে ২১টি বিষয়ে মোট ৪৩৮ জন চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
ডা: মিতাশ্রী বড়ুয়া খুলনা মেডিকেল কলেজ থেকে ২০০৯ সালে এম বি বি এস পাশ করেন।
তিনি রাউজানের খৈয়াখালি গ্রামের নাভানা লিমিটেড আগ্রাবাদ শাখার প্রাক্তন ডেপুটি ম্যানেজার মৃত মনোতোষ বড়ুয়া ও পূর্ণিমা বড়ুয়ার সন্তান। তার স্বামী উজ্জ্বল বড়ুয়া অপু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ।