করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার তপন সিংহের (৬০) মৃত্যু হয়েছে।
(রবিবার ৩০ ডিসেম্বর ) স্থানীয় সময় ভোর ৩ টা ০৫ মিনিটে মারা যান (অনিচ্চা বত সাংখারা….)
জানা গেছে, তপন সিংহ দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বসবাস করছিলেন।
তপন সিংহের বাড়ী কুমিল্লা জেলার আলীশ্বর গ্রামে।
তিনি পূর্নজ্যোতি লাইট অব পিস্ বুদ্ধিস্ট এসোসিয়েশন ইউ এস এ ইন্ক্ নিউইয়র্ক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন ।