অতীশ দীপঙ্কর পিস্ ট্রাষ্ট বাংলাদেশ’র পৃষ্ঠপোষকতায় অতীশ আন্তঃধর্মীয় কাউন্সিল বাংলাদেশ’র উদ্যোগে “আন্তঃধর্মীয় টেকসই নেতৃত্বের বিকাশ” শীর্ষক সংলাপ বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে ১৮ ডিসেম্বর ২০২০ খ্রি: শুক্রবার চট্টগ্রাম জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতীশ দীপঙ্কর পিস্ ট্রাষ্ট বাংলাদেশ’র চেয়ারম্যান প্রফেসর তুষার কান্তি বড়ুয়া’র সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত, মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সুপালবংশ থের।
অতীশ দীপঙ্কর পিস্ ট্রাষ্ট বাংলাদেশ’র জেনারেল সেক্রেটারি সনৎ কুমার বড়ুয়া’র সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন প্রণব রাজ বড়ুয়া। সংলাপে মতবিনিময় করেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, লয়ন্স ক্লাব চট্টগ্রাম- কর্ণফুলী এলিট’র প্রেসিডেন্ট লায়ন লোকপ্রিয় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- মহিলা শাখার সভাপতি অধ্যাপক স্মৃতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি- মহিলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া, নারীনেত্রী সঞ্চিতা বড়ুয়া, নারীনেত্রী রেবা বড়ুয়া, অতীশ আন্তঃধর্মীয় কাউন্সিল বাংলাদেশ’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. দীবাকর বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র অর্থ সম্পাদক দীপন কান্তি বড়ুয়া , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরী, সরিৎ চৌধুরী, এডভোকেট রিগ্যান বড়ুয়া, শাসন বড়ুয়া, সজীব চৌধুরী গুঞ্জন প্রমূখ। সংলাপে আলোচকবৃন্দ আন্তঃধর্মীয় টেকসই নেতৃত্বের বিকাশে সিনিয়র নেতৃবৃন্দের উপর আস্তা ও বিশ্বাস স্থাপন, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাক্ষরতা, ধর্মীয় বিশ্বাস, সার্বজনীন দায়িত্ববোধ, সংঘাতময় পরিস্থিতি হ্রাসকরণের প্রয়াস, যুব ও মহিলাদের ক্ষমতায়ন, বহুবিধ ধর্ম ও বিশ্বাস সমন্বিত প্রয়াসের মাধ্যমে সুখি-সমৃদ্ধশালী সর্বোপরি সম্প্রীতি ও সৌহার্দ্যময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য আগামীতে একই বিষয়ের উপর মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে পৃথক-পৃথক মতবিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কাউন্সিল গঠনের প্রয়াসের লক্ষে আজকের এই সংলাপ।