রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, শাসন তিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের ২ দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে।
বৃহষ্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের শবদেহসহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা কেন্দ্রীয় সৈয়দবাড়ি বিহার – ইছাখালী – মরিয়মনগর – কেন্দ্রীয় সৈয়দবাড়ি বিহার হয়ে আবার কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

প্রথম দিনে বিকেল ৩ টায় আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি ছিলেন শাসন কান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির। উদ্ভোধক হিসেবে ছিলেন মোহাম্মদ মাহবুব মিল্কী , ভারপ্রাপ্ত কর্মকর্তা , রাঙ্গুনিয়া মডেল থানা।
প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত বুদ্ধরক্ষিত মহাস্থবির, উদ্ধোদক ভদন্ত ধর্মরক্ষিত মহাস্থবির , প্রধান আলোচক ড. জিনবোধি মহাস্থবির, মুখ্য আলোচক ড. সংঘপ্রিয় মহাস্থবির, বিশেষ অতিথি হিসেবে ভদন্ত বসুমিত্র মহাস্থবির, ভদন্ত শ্রদ্ধাংকার মহাস্থবির, ভদন্ত ইপাচারা মহাস্থবির, ভদন্ত জিনানন্দ মহাস্থবির, ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির।
স্বাগত বক্তব্য রাখেন সুগত তালুকদার । সুপায়ন তালুকদার ও শিক্ষক অরুণ বড়ুয়া সঞ্চালনা করেন।