সাতকানিয়া উপজেলার ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ, সাতকানিয়া -লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শীলানন্দ স্থবিরের ‘মহাস্থবির’(অভিধা) বরণ অনুষ্ঠান শেষ হয়েছে।
মহাস্থবির অভিধা প্রাপ্ত ভদন্ত শীলানন্দ মহাস্থবির
মঙ্গলবার ১৫ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ঢেমশা শাক্যমুনি বিহারে অনুষ্ঠিত ‘মহাস্থবির’ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসনশোভন ভদন্ত ড.জ্ঞানশ্রী মহাস্থবির।প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির, প্রধান ধর্মালোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বাংলাদেশের বিভিন্ন উপজেলা হতে আগত শতাধিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।