রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, শাসন তিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ও শুক্রবার রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১.৩০ টায় প্রয়াত প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের শবদেহসহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হবে।
প্রথম দিনে বিকেল ৩ টায় আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি থাকবেন শাসন কান্ডারী ভদন্ত সুমঙ্গল মহাস্থবির। উদ্ভোধক হিসেবে থাকবেন মোহাম্মদ মাহবুব মিল্কী , ভারপ্রাপ্ত কর্মকর্তা , রাঙ্গুনিয়া মডেল থানা।
বৃহষ্পতিবার প্রথম দিন র্যালি, আলং নৃত্য , স্মৃতিচারণ সভা,মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ কীর্তন পরিবেশিত হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকালে অষ্টউপকরণ সহ সংঘদানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ অধ্যাপক ধর্ম রক্ষিত মহাস্থবির।
শুক্রবার (১৮ ডিসেম্বর ) বিকেলে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ , শাসন শোভন , ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।
উদ্ভোধক হিসেবে থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ।