শৈলী প্রকাশন থেকে প্রকাশিত প্রতিশ্রুতিশীল লেখক ও গবেষক, প্রফেসর কনক বরণ বড়ুয়া সম্পাদিত “এসো হে অমিতায়ু বুদ্ধ” ও “চর্যাপদ – বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন” গ্রন্থ দ্বয়ের প্রকাশনা উৎসব আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় চট্রগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথের ।
বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, পি আর বড়ুয়া, প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া, শিশুসাহিত্যিক, সাংবাদিক রাশেদ রউফ।
সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক ওড়িশী নৃত্য শিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় বিশেষ গীতি আলেখ্য চন্ডালিকা পরিবেশিত হবে।
অনুষ্ঠানকে প্রানবন্ত ও সফল করতে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন প্রকাশনা উৎসব কমিটির আহবায়ক অঞ্চল কুমার তালুকদার ও সচিব ভিক্ষু তনহংকর থেরো ।