অভিনেত্রী ও সাংসদের এই প্রতিভার কথা জানতেন না অনেকেই। তাই কমেন্ট বক্সে তার ছবি আঁকার প্রশংসা করেছেন অনেকেই; কিন্তু একইসঙ্গে ট্রোলও তার পিছু ছাড়েনি। ‘ট্রোলিং অফিসিয়াল’ বলে একটি প্রোফাইল থেকে লেখা হয়, ‘কোন শিল্পীর আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে?’কেউ বা আবার লেখেন, ‘বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন?’