উখিয়ার খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র মহারত্ন সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত ভদন্ত শুভানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া ও বৌদ্ধ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) প্রজ্ঞামিত্র মহারত্ন বিহার প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু আর্য্য বংশ ভিক্ষুসংস্থার মহাসচিব ভদন্ত প্রিয়রত্ন মহাথের। প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড,সংঘপ্রিয় মহাথের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধম্মলংকার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয়।
ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ।
আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের,প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন শৈলেরডেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়।উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের।এছাড়া ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসা পরিষদের যুগ্ন মহাসচিব প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া,প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শংকর বড়ুয়া ।সঞ্চালনা করেন হিমু বড়ুয়া।
বিকেলে আতশবাজি প্রজ্জ্বলনের মাধ্যমে ভদন্ত শুভানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ার সমাপ্তি ঘটে।