কক্সবাজারের রামু সীমা বিহারে মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) ভারতীয় উপসংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথেরোর সভাপতিত্বে রামু আয্যবংশ ভিক্ষু সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সুচনা বক্তব্য রাখেন পরিষদের প্রকাশনা উপ পরিষদের সভাপতি শ্রীমৎ ড. সংঘপ্রিয় মহাস্থবির।
বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথেরো, আর্য্যবংশ ভিক্ষু সমিতির নবনির্বাচিত সভাপতি শ্রীমৎ প্রিয়রত্ম মহাথেরো, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু, অার্য্যবংশ সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ করুণাশ্রী থেরো, রামু রামকোট বৌদ্ধ বিহারের পরিচালক শ্রীমৎ কে জ্যোতিসেন থেরো,উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব, প্রধান সমন্বয়কারী সবুজ বড়ুয়া সাজু, রামু সদরের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ভুল বড়ুয়া, মাস্টার কিশোর বড়ুয়া, কক্সবাজার সদরে স্বপন বড়ুয়া, উত্তর মিঠাছড়ি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া প্রমুখ।