নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক ২০২০’ পেলেন পার্বত্য চট্টগ্রামের নারী উদ্যোক্তা, সমাজসেবী ও প্রাক্তন শিক্ষিকা মঞ্জুলিকা চাকমা।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বস্ত্র শিল্পকে এগিয়ে নেওয়ার প্রয়াসে উনার গড়ে তোলা “বেইন টেক্সটাইল” কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে অনেক নারীর।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এই পদক প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পদক প্রাপ্ত অন্য চারজন নারী হলেন, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
জানা যায়, ‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে’ অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচ জন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২০’ প্রদান করা হয়। প্রতিবছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে।
এর আগে গত ১ জুলাই ২০২০ তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা ২০১৭’ অনুযায়ী নারী সংক্রান্ত যেকোনও ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছিল।