অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী’র মহাসচিব অকাল প্রয়াত প্রগতি মনস্ক সংস্কৃতিকর্মী আশীষ কুমার বড়ুয়ার স্মরণ সভা আগামী ৩০ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন হলে অনোমা’র নির্বাহী পরিষদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি শিক্ষাবিদ সাহিত্যিক-প্রাবন্ধিক অধ্যাপক বাদল বরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়ারএফসিএ, অঞ্চল কুমার তালুকদার, সুভাষ চন্দ্র রাজবংশী, জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, সুজন কুমার বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, দীপায়ন বড়ুয়া, প্রবাল বড়ুয়া প্রমূখ। সভায় উপস্থিত সকলের সম্মতিতে সুজন কুমার বড়ুয়াকে আহ্বায়ক তুষার কান্তি বড়ুয়াকে সদস্য সচিব মনোনিত করে ১৩ সদস্য বিশিষ্ট একটি স্মরণসভা কমিটি ও প্রকাশনা উপ পরিষদ কমিটি গঠিত হয়। স্মরণ সভা কমিটির সদস্যরা হলেন- সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, পৃথ্বিশ বড়ুয়া শুভ, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, অ্যাড. জিকো বড়ুয়া ও অমিত বড়ুয়া। প্রকাশনা উপ-পরিষদের সদস্যরা হলেন- চারুউত্তম বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, দীপায়ন বড়ুয়া ও প্রবাল বড়ুয়া।