ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত বাংলাদেশ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, প্রয়াত ভদন্ত করুণাজ্যোতি থেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর ) রাউজানের পূর্ব আঁধারমানিক শ্রদ্ধানন্দ বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত শিক্ষাবিদ সুনন্দ মহাথের , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত রাজগুরু অভয়ানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্মমহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের, উদ্ভাধনী ভাষন প্রদান করেন প্রদীপ বড়ুয়া আনন্দ।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু , প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ স্মৃতিচারণ করেন।
পঞ্চশীল প্রার্থনা করেন হরেন্দ্র লাল বড়ুয়া ।