ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত বাংলাদেশ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, প্রয়াত ভদন্ত করুণাজ্যোতি থেরোর প্রয়াণে সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ) সন্ধ্যায় চট্টগ্রাম কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক অঞ্চল কুমার তালুকদারের সঞ্চালনায় সংঘদান ও স্মৃতিচারণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো,ভদন্ত তরহংকর ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রনব বড়ুয়া অর্ণব, অনিমেষ তালুকদার,অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া প্রমুখ স্মৃতিচারণ করেন।
পঞ্চশীল প্রার্থনা করেন মৃদুল বড়ুয়া ।