স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দীপক সিংহ (৫০) নামের এক প্রবাসী।
(সোমবার ৩০ নভেম্বর) বার্সেলোনার ডেলমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (অনিচ্চা বত সাংখারা….)
জানা গেছে, দীপক সিংহ দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেলমার হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়।
প্রবাসী দীপক সিংহের বাড়ী কুমিল্লার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামে।
তিনি স্পেনের বার্সেলোনায় একা বাস করতেন। তিনি ১৬ বছরের এক কন্যা সন্তানের জনক। গত ৬ মাস পূর্বে তার স্ত্রী মরণব্যাধী ক্যান্সারে বাংলাদেশে মৃত্যুবরণ করেন।