ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত বাংলাদেশ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, ভদন্ত করুণাজ্যোতি থেরোর মরদেহ আগামীকাল বুধবার ঢাকা আসছে।
বুধবার (২রা ডিসেম্বর ২০২০ ইং) সকালে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে তার মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সুত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে ২রা ডিসেম্বর ২০২০ ইং বুধবার রাতেই প্রয়াত ভদন্ত করুণাজ্যোতি ভিক্ষুর মরদেহ ঢাকার কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।
৩রা ডিসেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার সকালে ৯ ঘটিকার সময় অনিত্য ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে।
৩রা ডিসেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার, দুপুরের সময় ভদন্ত করুণাজ্যোতি ভিক্ষুর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হবে এবং সন্ধ্যায় ৭ ঘটিকার সময় অনিত্য ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কাতালগঞ্জ নবপন্ডিত বিহার, চট্টগ্রামে।
৩রা ডিসেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার, রাতে চট্টগ্রাম থেকে রাউজান পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সংরক্ষণ করা হবে।
৫ই ডিসেম্বর ২০২০ইং শনিবার, ভদন্ত করুণাজ্যোতি ভিক্ষুর অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে রাউজান পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ভারতের বিহার রাজ্যের পাটনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন ।