বান্দরবান থানচি উপজেলার ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ সাসরা মহাথের পরলোকগমন করেছেন । (অনিচ্চা বত সাংখারা……)
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২০) ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি ২১ বছর ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ’র দায়িত্বে পালন করেছিলেন।