কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
এই উপলক্ষে ২৭ নভেম্বর বিকালে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন আয়োজক কমিটির সচিব বাবু রাজু বড়ুয়া। সভায় প্রজ্ঞানন্দ ভিক্ষু সভাপতি ও শুভংকর বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ (২০২০-২০২৩) মেয়াদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত দায়িত্বপ্রাপ্তরা সকলে সাধুবাদ দিয়ে উক্ত পরিষদকে সাদরে অনুমোদন জানান।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা কেন্দ্রীয় পরিষদের (২০২০-২০২৩)
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সিনিয়র সহ-সভাপতি
অধ্যাপক ডাঃ মায়েঁনু
সহ-সভাপতি মন্ডলীঃ
মৃনাল বড়ুয়া, মংচেইন চাকমা মংকি, রাহুল বড়ুয়া,
প্রবাল বড়ুয়া বাবুল, বিনয় বড়ুয়া
সাধারণ সম্পাদক
শুভংকর বড়ুয়া
যুগ্ন-সাধারণ সম্পাদক বৃন্দঃ
পটল বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া
সাংগঠনিক সম্পাদক
বিপক বড়ুয়া বিটু
অর্থ সম্পাদক
রাজু বড়ুয়া
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক
সুনিত্য বড়ুয়া
আদিবাসী বিষয়ক সম্পাদক
আলহারি রাখাইন
মহিলা বিষয়ক সম্পাদক
শিক্ষিকা শ্রীমতি ববিতা বড়ুয়া
আইন বিষয়ক সম্পাদক
এডভোকেট আশীষ বড়ুয়া
ধর্মীয় সম্পাদক
শিক্ষক সনজিত বড়ুয়া
শিক্ষা বিষয়ক সম্পাদক
প্রভাষক রনজিত বড়ুয়া
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
শিক্ষক সিপন বড়ুয়া
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
শাওন বড়ুয়া শান্ত
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
রিটন বড়ুয়া (কানাডাপ্রবাসী)
নির্বাহী সদস্য বৃন্দঃ
ডাঃ নোবেল কুমার বড়ুয়া
সুমন বড়ুয়া
এছাড়াও পরিষদের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি বিষয়ক সম্পাদক বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়নি। এই শূন্য পদগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এদিকে সভায় মহামান্য দ্বাদশ সংঘরাজ প্রয়াত ড. ধর্মসেন মহাথের মহোদয়ের শবদেহ পুণ্যদর্শন, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন এবং পণ্ডিত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি-২০২১ প্রদানের সিদ্ধান্তও গৃহিত হয়েছে।