অকাল প্রয়াণে বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ করুণাজ্যোতি থের
অনুপম বড়ুয়া টিপু
সময়
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
৪২১
পঠিত
ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত বাংলাদেশ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, ভদন্ত করুণাজ্যোতি থের (৩৮) আর নেই । (অনিচ্চা বথ সাংখারা………..)
শনিবার (২৮ নভেম্বর ) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ভারতের বিহার রাজ্যের পাটনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।