শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতুরু দান, বিশ্বশান্তি প্যাগোডার অর্থ দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠান সম্পন্ন হয় । দিনব্যাপী অনুষ্ঠানে দুপুরে দ্বিতীয় পর্বে উৎসবের মূল আকর্ষণ কঠিন চীবরটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান।
ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ভদন্ত অধ্যাপক ড.জিনবোধি মহাথের প্রমুখ দেশনা করেন ।