কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বিহারের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে ছিল সকালে বৃদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কারদান, পিন্ডদান। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভা, চীরবদান উৎস্বর্গ, সমবেত প্রার্থনা ও একক ধর্মীয়দেশনা।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগরাছড়ির পানছড়ি অরণ্যচারী শান্তিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেড সার্বজসীন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গলতিষ্য থেরো।
অনুষ্ঠান উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার, বেপজা সহকারী প্রকৌশলী রিটন বড়ুয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাাখেন শ্রীমৎ অগ্রজ্যোতি মহাথেরো, শ্রীমৎ ধর্মাধার মহাথেরো, শ্রীমৎ দিপানন্দ থেরো, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি চাকমা ও পবনা চাকমা।