বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, সাতকানিয়া লোহাগাড়ার মছদিয়া জ্ঞানবিকাশ বিহারের অধ্যক্ষ,বিদর্শনাচার্য ভদন্ত অগ্রবংশ মহাথের (৯৪) আর নেই । (অনিচ্চা বথ সাংখারা………..)
সোমবার (২৩ নভেম্বর ) রাত ১০. ১৫ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ।