ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে তোরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ( ২২ নভেম্বর ) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে আজ সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর চিত্তরঞ্জন দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া(১ম), সাবেক পুলিশ ইন্সপেক্টর প্রভাত কুমার বড়ুয়া ,ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বড়ুয়া, প্রদীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও দানশীল ব্যাক্তি লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরীর অর্থায়নে নির্মিত তোরণটি বৌদ্ধমন্দিরের প্রধান ফটক হিসেবে ব্যবহৃত হবে। এর আগে ২০১৩ সালে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিহারের বর্তমানে ব্যবহৃত ফটকটি উদ্বোধন করেন।